চাঁদা না পেয়ে প্রতিপক্ষের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে দাবিকৃত ৪ লাখ টাকা চাঁদা না পেয়ে শরীফ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে প্রতিপক্ষের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতের কোন এক সময় লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের আবিনগর এলাকার শাহগো দিঘীর পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে ভূক্তভোগী জামাল হোসেন ফয়েজ ঘুম থেকে তার সীমানা প্রাচীর ভাঙচুর অবস্থায় দেখতে পায়।
ভূক্তভোগী ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ফয়েজ ও শরীফের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ রাজনৈতিক নেতারাও ঘটনাটি অবহিত রয়েছেন। এরমধ্যে জামালের কাছ থেকে শরীফ ৬ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ফয়েজের পক্ষ থেকে ২ লাখ টাকা দেওয়া হয়। বাকি টাকার জন্য শরীফ চাপ প্রয়োগ করে। এরমধ্যেই জমির ৩টি অংশ সীমানা প্রচীর নির্মাণ সম্পন্ন হয়। মঙ্গলবার শরীফ তার জমির পাশেও সীমানা প্রচীরের পিলার ঢালাই করার জন্য অনুমতি দেয়। এতে নিচে বিম তৈরি করা হয়। কিন্তু রাতের কোন একসময় শরীফ তা লোকজন দিয়ে ভেঙে দেয়।
ভুক্তভোগী জামাল ও তার স্ত্রী রুবি আক্তার জানায়, টাকা দিয়ে জমি কেনার পর থেকে শরীফ বিভিন্ন ভাবে তাদের হয়রানি করে আসছে। মামলা-হামলার হুমকিও দিচ্ছে। চাঁদাও চেয়েছে। এতে টাকাও দিলাম দুই লাখ। এখন আবার শরীফ লোকজন দিয়ে সীমানা প্রাচীর ভেঙে দেয়।
শরীফ হোসেন বলেন, জামালের স্ত্রী রুবি নিজেই তাদের সীমানা প্রচীর ভাঙচুর করে। চাঁদার দাবির বিষয়টি সত্য নয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। ক্ষতিগ্রস্ত ব্যক্তি লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।