চররুহিতা ইউনিয়ন কৃষদলের মতবিনিময় সভা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে চররুহিতা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

চররুহিতা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আব্দুর রহমান রুপমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম কৃষকদলের সভাপতি রাকিব হোসেন সুজনে ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম কৃষকদলের সাধারণ সম্পাদক হাছান আহম্মদ
চৌধুরী, চররুহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহার পাটওয়ারী, সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের আহবায়ক আব্দুল মজিদ, সদর উপজেলা পশ্চিম , চররুহিতা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব শাহীন আলম, চররুহিতা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব, চররুহিতা ইউনিয়ন কৃষকদলের
যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মামুন, মোঃ মিষ্টার ও সবুজ  প্রমুখ।

সদর (পশ্চিম) উপজেলা কৃষকদলের সভাপতি রাকিব সুজন বলেন, আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে। আশা করছি জনগণ এবার ভোটের অধিকার ফিরে পাবে। জনগণ তাদের জনপ্রতিনিধি নিজেরাই ভোট দিয়ে নির্বাচিত করবেন। পূর্বের মত আগামিতেও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে প্রত্যেকটি নেতাকর্মীকে কাজ করতে হবে। জনগণের কল্যাণে কাজ করতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন