কাতার পৌঁছেছেন ড. ইউনূস

চার দিনের সরকারি সফরে কাতার পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দোহা রওনা হন তিনি। পরদিন দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তিনি কাতারে পৌঁছান।
কাতারে পৌঁছানোর পর দোহা বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু। এ সময় ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
বিএমইউতে রোবোটিক সার্জারি শুরুর আশাবিএমইউতে রোবোটিক সার্জারি শুরুর আশা
প্রধান উপদেষ্টার সফর উপলক্ষে গতকাল দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২২ ও ২৩ এপ্রিল ড. ইউনূস কাতারে অনুষ্ঠিতব্য ‘আর্থনা সম্মেলনে’ অংশ নেবেন। কাতারের রাজ পরিবার এই সম্মেলনের মূল আয়োজক।
সফরকালে প্রধান উপদেষ্টা দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি কাতারের আমিরের সঙ্গেও সম্ভাব্য বৈঠকের কথা রয়েছে।
প্রেস সচিব আরও জানান, সফরসঙ্গী হিসেবে রয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কাতারের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি চুক্তি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। একইসঙ্গে ভিসা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় হবে।
ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা, প্রাণ গেল আরও ৩৯ জনেরইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা, প্রাণ গেল আরও ৩৯ জনের
এছাড়া কাতারের শীর্ষ বিনিয়োগকারীদের অংশগ্রহণে ২৩ এপ্রিল এক উচ্চপর্যায়ের বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের পথ খুঁজে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম।