কলেজছাত্র রাব্বীর ‘রায়পুর অনলাইন সেবা’ আ্যপে মিলবে জরুবি সব তথ্য

নিজস্ব প্রতিবেদক: তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ হচ্ছে চারপাশ। হাতের নাগালেই এখন মিলবে জরুরি সব সেবার প্রাথমিক তথ্য। কালক্ষেপণের সময় পুড়িয়ে গেছে। বিশ্বের যে কোন স্থান থেকে চাইলেই ‘রায়পুর অনলাইন সেবা’ পাওয়া যাবে। সম্প্রতি এনিয়ে কাজ করছেন কলেজছাত্র ফজলে রাব্বী। তার রায়পুর অনলাইন সেবা (Raipur Online Seba) আ্যপটি ডাউনলোড করুন। (https://play.google.com/store/apps/details?id=com.raipuronline.seba)
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দক্ষিন দেনায়েতপুর এলাকার রাব্বী ঢাকা তেজগাঁও কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র।
ফজলে রাব্বী জানিয়েছেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে আ্যাপের মাধ্যমে রায়পুরকে তথ্য-সমৃদ্ধ এলাকা হিসেবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। যে কেউ চাইলেই তাৎক্ষনিক জরুরি অনলাইন সেবা নিতে পারবেন।
প্রসঙ্গত, গুগল প্লে স্টোরে গিয়ে রায়পুর অনলাইন সেবা
ডাউনলোড করে সেবাটি উপভোগ করতে পারবেন। এতে হাসপাতাল, পুলিশ, বিদ্যুৎ, গ্যাস, রক্তদান, ফায়ার সার্ভিস, রেস্টুরেন্ট, আইনজীবিসহ বিভিন্ন তথ্য-উপাত্ত রয়েছে। এর আপডেট কার্যক্রম চলমান। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আ্যপটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ফজলে রাব্বী।