করোনা সচেতনতায় লক্ষ্মীপুরে ঢাবি শিক্ষার্থীদের লিফলেট বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২০ ৯:৫০ পূর্বাহ্ণ

‘করোনা প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে পড়ুক গ্রামগঞ্জে, মহল্লায়-মহল্লায়’ এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে এই লিফলেটগুলো বিতরণ করা হয়।

সোমবার (২২ মার্চ) ও রোববার (২৩ মার্চ) দুইদিন ব্যাপী জেলার বিভিন্ন স্থানে পথচারী, গাড়ী চালক, যাত্রী ও ব্যবসায়ীদের মাঝে ৩ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি রাশেদ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আলী মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মোসাচ্ছেদ বিল্লাহ, মাহি আবিদ, শামছুর রহমান অন্তর ও রায়পুর উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাগর পারভেজ প্রমুখ।

সমিতি সূত্র জানায়, জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার গ্রাম পর্যায়ে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাবির ছাত্ররাই স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের কাছে লিফলেটগুলো পৌঁছে দিচ্ছে। এছাড়া বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই হ্যান্ড স্যানিটাইজার মানুষের মাঝে বিতরণ করা হবে।

ঢাবির লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি রাশেদ হোসেন বলেন, গ্রামের মানুষ করোনা ভাইরাস নিয়ে সচেতন নয়। আমরা মানুষের কাছে গিয়ে লিফলেটগুলো দিচ্ছি। লিফলেটে সংবলিত তথ্যগুলো পড়ে মানুষকে বুঝিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন