কমলনগরে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত হয়ে হাসপাতালে একজন
লক্ষ্মীপুরের কমলনগরে খুরশিদ আলম (৪৫) নামে এক বিক্রয় প্রতিনিধির ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করেছে। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুরশিদ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমলনগরের চরমার্টিন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পন্ডিতনগর বাজারের দক্ষিণে ফারুকসহ তার লোকজন হামলা করে খুরশিদকে রক্তাক্ত জখম করে।
আহত খুরশিদ চরমার্টিন ইউনিয়নের পন্ডিতনগর এলাকার আবুল বাশারের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় একটি বেকারীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। অভিযুক্ত ফারুক হোসেন একই এলাকার সেলিম মুন্সি ওরপে আবু সালেহ’র ছেলে। অন্যরা হলেন ফারুকের স্বজন ইসমাইল হোসেন ও আলমগীর হোসেন।
অভিযোগ করে আহত খুরশিদ আলম বলেন, ফারুকসহ হামলাকারীরা বিগত দিনে আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। বিভিন্ন সময় আমার ওপর অনেক অত্যাচার করেছে। এনিয়ে আমি আদালতে মামলা করেছি। তারাও আমার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করে। ওই মামলায় আমার বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা পায়নি তদন্তকারী কর্মকর্তা। এতে তারা আমার ওপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে।
সোমবার (৯ সেপ্টেম্বর) জরুরী কাজে লক্ষ্মীপুর গেলে তারা আমাকে মারধর করতে ঝড়ো হয়। আমি লুকিয়ে বাড়িতে চলে আসি। পরে সন্ধ্যায় পন্ডিতনগর বাজারে এলে তারা আমার ওপর হামলা করে। আমাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। বক্তব্য জানতে অভিযুক্ত ফারুক হোসেনসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবু বকর ছিদ্দিক বলেন, খুরশিদকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আমি তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য হাসপাতাল পাঠায়। তবে কি জন্য তাকে মারা হয়েছে তা জানা নেই।
অভিযোক্ত ফারুকের সাথে ঘটনার বিষয়ে কথা বলার চেষ্ট করেও সম্ভব হয়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম ‘ঘটনাটি জানা নেই’ বলে জানান। ওসি আরও জানান, এবিষয়ে কোন পক্ষই পুলিশকে কিছু জানায়নি।