উৎসব-উচ্ছ্বাসে দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

‘শত বর্ষে শত প্রাণ, বাজুক মনে ঐকতান’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী শত বর্ষের আনন্দ শোভাযাত্রা স্মরণিকার মোড়ক উম্মোচন, শিক্ষকদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উৎসবের আয়োজন করেছে বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়ে শিক্ষা ও কর্মজীবনের নানা গল্প নিয়ে চা কফির আড্ডায় অন্যরকম উৎসব উচ্ছাসে মেতে উঠেন প্রাক্তন-বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ অনুষ্ঠানের শেষ হবে।

এসময় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক আকরাম হোসেন চৌধুরী, জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, দুদকের সাবেক মহা-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও বিশ^ ভ্রমণে বিরল ইতিহাস সৃষ্টিকারী নাজমুন নাহার সোহাগী প্রমুখ। সন্ধ্যায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল বলেন, আজকের দিনটি খুবই আনন্দের। বিশে^র বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন জেলায় কর্মরত বিভিন্ন পেশাজীবি বন্ধু বান্ধব একত্রিত হয়েছি।

দুদকের সাবেক মহা-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বলেন, শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে নবীন প্রবীণদের মাঝে একটি সেতুবন্ধন তৈরী হবে। প্রবীনদের অভিজ্ঞতার আলোকে আগামীর প্রজম্ম নিজেদের যোগ্য এবং মানসম্মত শিক্ষায় গড়ে তুলবে।

বিশ^ ভ্রমণে ইতিহাস সৃষ্টিকারী নাজমুন নাহার সোহাগী বলেন, এনকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আমার পৃথিবী ভ্রমণের স্বপ্ন দেখা শুরু। আমার ভেতরের উচ্ছাস আনন্দ নিয়ে ১৭৮টি দেশ ভ্রমণ করেছি। এখানে আমার বেড়ে উঠা, এখানকার ছায়া মায়া, এখানকার পাখির কলতান, এখানকার দিঘীর জল, শিক্ষকের ভালোবাসা, বন্ধুদের সঙ্গে হুড়োহুড়ি, সব কিছুর মাঝেই বেড়ে উঠার দুরন্তপনা আজ মনে পড়ে। আমার সেই স্মৃিতময় প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপনে আজকে লাল সবুজের পতাকা নিয়ে ফিরে এসেছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন