ঈদের মধ্যেই গাজায় হামলায় ২৪ ঘণ্টায় ৬৩ ফিলিস্তিনি নিহত

মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। এর মধ্যে গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৩ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত ৪৫ জন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।খবর জিও নিউজ ও আনাদোলু এজেন্সির।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছেন খান ইউনিসে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
নিহতদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে গাজার ফিরাস মার্কেটে।প্রত্যক্ষদর্শীরা এ ঘটনায় ভিডিও প্রকাশ করেছে। আহতদেরকে আহলি আরব হাসপাতালে নেওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৩ হাজার ৫৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।আহত হয়েছেন ৭৬ হাজার ৯৪ জন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি হামলা জোরদার হয়েছে ত্রাণ সরবরাহকারী শ্রমিকদের ওপর।
ফিলিস্তিনে ঈদের দিন ইসমাইল হানিয়েহর তিন ছেলেকে হত্যা করা হয়েছে।হামাসের রাজনৈতিক এই কমান্ডার দাবি করেছেন ইসরাইল তার তিন সন্তান ও চার নাতিকে হত্যা করলেও হামলা প্রথম দিনের মতো জোরদার তাকবে।