ইউএনওর কর্মকাণ্ডে ইউপি চেয়ারম্যানরা অতিষ্ঠ- সালাহ উদ্দিন টিপু

অন্যদিকে ইউএনও জানিয়েছেন, তিনি যোগদানের পর থেকে মাঠ পর্যায়ে উন্নয়ন প্রকল্পের কাজগুলো নিয়ম অনুযায়ী বুঝে নেওয়ার জন্য কাজ করছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু রাতে ২১ জন ইউপি চেয়ারম্যানকেই দাওয়াত করেছেন। এর মধ্যে ১৭ জন উপস্থিতি ছিলেন।
সভায় উপস্থিত থাকা সদরের তিনজন ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, অসুস্থতা, জরুরি কাজে এলাকায় না থাকায় অনুপস্থিত চার ইউপি চেয়ারম্যান ইউএনওর বিভিন্ন অভিযোগের আলোকে গৃহীত সিদ্ধান্তে আমাদের সঙ্গে একমত আছেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, অনেক দিন পর আমরা এক হয়েছি। শুধু উপজেলার পরিষদের ভেতরে মসজিদে শুধু নামাজ পড়তে টাকা লাগে না। না হয় সব অফিসেই সেবা নিতে টাকা লাগে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, ইউএনওর কর্মকাণ্ডে ইউপি চেয়ারম্যানরা অতিষ্ঠ। তিনি আগের চেয়ে দ্বিগুণ কমিশন নেন। যার-তার সঙ্গে যেনতেন ব্যবহার করেন। আমরা উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।
অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেন, সভা করার বিষয়টি কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে কয়েকজন ইউপি চেয়ারম্যান আমার কাছে জানতে চেয়েছেন, কেন উপজেলা চেয়ারম্যান তাদের ডেকেছেন।(কালের কন্ঠ)