পটুয়াখালী সবুজ বাংলাদেশর সভাপতি আকাশ,সম্পাদক হারুন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ মার্চ, ২০২০ ৯:৩৭ পূর্বাহ্ণ

পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এর পটুয়াখালী জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোধন করেন কেন্দ্রীয় কমিটি এক প্রেস কনফারেন্স এর মাধ্যমে।

কমিটির সদস্য রা হলেন সভাপতি— শাহারিয়ার আকাশ, সিনিয়র সহ-সভাপতি— বাতেন হাওলাদার, সহ-সভাপতি— আরিফ হাসিব, সহ-সভাপতি— সুজিয়া আক্তার মিতু, সহ-সভাপতি—জান্নাতুল ফেরদৌস সুমা, সহ-সভাপতি —সোনিয়া সুলতানা, সাধারণ সম্পাদক — সজীব আহমেদ (হারুন), যুগ্ম সাধারণ সম্পাদক— আবদুর রহমান রকি, সাংগঠনিক সম্পাদক—মোঃ জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক— ইমরান মিরা, অর্থ সম্পাদক — মো: সিফাত, প্রচার ও যোগাযোগ সম্পাদক:আরিফ আরমান, দপ্তর সম্পাদক: জিহাদুল ইসলাম শিহাব, নারী ও শিশু বিষায়ক সম্পাদক— আইশা সিদ্দিকা, সহ-নারী ও শিশু বিষায়ক সম্পাদক—রামিমা জান্নাত কান্তা, পরিবেশ বিষায়ক সম্পাদক— মোঃ তৌহিদ, কৃষি উন্নয়ন বিষায়ক সম্পাদক — আব্দুল্লাহ আল মাসুম, আইন বিষায়ক সম্পাদক — মোঃ আল আমিন (রাফি), অনুষ্ঠান ও সাংস্কৃতিক সম্পাদক— প্রিন্স আসাদুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক— সামিউল ইসলাম সামি, সাহিত্য ও পাঠ্যক্রম সম্পাদক —মোঃ নাইম, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক— আসমা আক্তার নুসরাত, পরিকল্পনা বিষায়ক সম্পাদক — সাব্বির রহমান, যুব ও ক্রীড়া বিষায়ক সম্পাদক—রাকিবুল ইসলাম অভি, স্বাস্থ্য বিষায়ক সম্পাদক —জান্নাতুল তানহা, দুর্যোগ ও ত্রান বিষায়ক সম্পাদক — ইকবাল হোসেন সাকিব, নির্বাহি সদস্য— মোসাঃ মারুফা মনি, মোসাঃ রহিমা আক্তার, আসাদুজ্জামান আসাদ, মোঃ ফাহাদ ইমরান, গাজি নাজমুল হাসান, আরিফুর রহমান, আজিম হাসান, মোঃ মাইনুল ইসলাম, বায়েজীদ আরিফিন, আতিকুল ইসলাম, কাজী সিফাত, কাজী আল-আমিন, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, বাপ্পি ইমরান, রেজাউল করিম, মারিয়া আক্তার, হাওলাদার সোহান।

সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু সাংবাদিকদের বলেন পরিবেশ এবং কৃষি উন্নয়ন বিষয়ক কার্যক্রমকে সবার মাঝে তুলে ধরতে এবং যুব সমাজকে সামাজিক কাজে বেগবান করতে সবুজ বাংলাদেশ সারাদেশব্যপী কমিটির মাধ্যমে সকল কাজ শুরু করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন