আইটি ব্যবসার সুদিন ফিরিয়ে আনতে চায় সমমনা -৭

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৫০ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক: তথ্যপ্রযুক্তি শিল্পের প্রধান বাণিজ্য সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২২-২৪ মেয়াদকালের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

 

বাংলাদেশ কম্পিউটার সমিতি নির্বাচন বোর্ড ২৬ ডিসেম্বর রবিবার তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে ১৬ মার্চ (বুধবার) ২০২২ বিসিএস ২২-২৪ মেয়াদকালের কার্যকরী এবং শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লাসহ বিসিএস এর ৮টি শাখা রয়েছে।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ভাবে প্রতিদন্ধীতা করছেন দুটি প্যানেল । এর মধ্যে সমমনা ৭ নামে ব্যবসায়ীদের পছন্দের প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন তথ্যপ্রযুক্তি শিল্পে বাংলাদেশের সফল উদ্দোক্তা ও বিশ্বখ্যাত প্রধান আইটি পন্যগুলোর বাংলাদেশ পরিবেশক স্মার্ট টেকনোলোজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব জহিরুল ইসলাম ।

 

সমমনা-৭ প্যানেলের অন্য সদস্যরা হলেন ,কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ মনিরুল ইসলাম মনি , স্পীড টেকনোলজি এন্ড ইঞ্জেনিয়ারিং লিঃ এর চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন সুমন, পেরেনিয়েল ইন্টারন্যাশনালের সিইও জনাব মজহার ইমাম চৌধুরী (পিনু), কম্পিউটার পয়েন্ট এর প্রোফাইটার জনাব ইউসুপ আলী শামীম ও অয়েলকিন কম্পিউারস এর প্রোফাইটার জনাব নজরুল ইসলাম হাজারী ।
বিগত দুই বছর বিশ্বব্যাপী কোভিড কেন্দ্রীক ব্যবসায় চ্যালেঞ্জিং সময়ে সংগঠনটির দক্ষতার সহিত নেতৃত্ব দেওয়া সমমনা-৭ এবারো সংগঠিত স্মার্ট টেকনোলোজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব জহিরুল ইসলাম এর নেতৃত্বে । এবার সফল ও দক্ষ নেতৃত্ব পেয়ে সারাদেশের ব্যবসায়ীদের মাঝে বিপুল সাড়া পরিলক্ষিত হচ্ছে । এমন নেতৃত্ব সম্পন্ন প্যানেলকেই বিসিএস এর কেন্দ্রে দেখতে চায় ব্যবসায়ীরা এমন মন্ত

ব্য সারাদেশের আইটি ব্যবসায়ীদের ।
আর ব্যবসায়ীদের ব্যবসাবান্ধব পরিবেশসহ ব্যবসার সুদিন ফিরিয়ে আনতে চায় সমমনা সাত প্যানেল।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন