সার্বিক সংস্কারের পর নির্বাচন দিলে ভালো হবে : ইসলামী আন্দোলনের মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, ইসলামী দলগুলো একত্র হতে পারে। একতাবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে পারে। আমরা চেষ্টা করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তবে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা পর্যবেক্ষণে আছি। নির্বাচন এখনো দেরি আছে। আমরাসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে সার্বিক সংস্কারের পর নির্বাচন দিলে ভালো হবে। তা না হলে, তড়িঘড়ি করে নির্বাচন দিলে, পূর্বের সেই অবস্থা আবার চালু হতে পারে। আমরা তড়িঘড়ি করছি না। আমরা চাই প্রতিটি সেক্টরে সংস্কার। আমরা চাই দুর্নীতিমুক্ত একটি পরিবেশ তৈরি হোক।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে তিনিসহ জেলা নেতাকর্মীরা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বিদায় নিয়েছে। নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। যারা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবে। এরপর নির্বাচন দিলে ভালো হবে। আমরা চাই সংখ্যানুপাতিক নির্বাচন। অর্থাৎ কোন ব্যক্তিকে ভোট দেবে না। ভোট দেবে দল বা প্রতীকে। ওই দল বা প্রতীকে যে সংখ্যক ভোট হবে সেই অনুপাতেই সংসদ সদস্য হতে পারবে। এতে কালো টাকার ছড়াছড়ি হবে না, সন্ত্রাস হবে না, সংঘাত হবে না। শান্তিপূর্ণভাবে সবার অংশীদারিত্বের মাধ্যমে সুন্দর একটি জাতীয় সরকার গঠন হবে।
মহাসচিব ইউনুস বলেন, ইসলামী আন্দোলনে একজন খুনী পাওয়া যাবে না। একজন সন্ত্রাসীও খুঁজে পাওয়া যাবে না। কোন হামলা মামলার কিছু পাওয়া যাবে না। দখলবাজ, চাঁদাবাজ পাওয়া যায় না। আমরা চাই দেশটা ভালো থাকুক। দেশ যেই পরিচালনা করুক, দেশটা ভালো থাকুক। দেশের মানুষ ভালো থাকুক। ইসলামের মাধ্যমে মানবতা রক্ষা হোক।
ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় এসময় উপ¯ি’ত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা কমিটির সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি আব্দুর রহিম, ইসলামী আন্দোলনের নেতা মাকসুদুর রহমান, দিদার হোসাইন, নাছির আহমেদ, মাহমুদুল হাসান, যুব আন্দোলন জেলা সভাপতি মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি রেদোয়ান হোসাইন প্রমুখ।