সবুজের মাঝে অলকানন্দার হলুদ রূপ

সবুজ শ্যামল দৃশ্যের মাঝে হলুদ রূপ ছড়াচ্ছে অলকানন্দা ফুল। এতে মুগ্ধ পথচারী ও ক্রেতারা। এ দৃশ্যটি দেখা গেছে লক্ষ্মীপুরের রামগতি সড়কের ওয়াবদা অফিস এলাকায় আনোয়ার নার্সারীতে। প্রতিটি অলকানন্দা বিক্রয় করছে ৮০ টাকা। ফুলের দৃশ্যটি ২০২১ সালের ২৮ আগষ্ট শনিবার বিকেলে মোহনানিউজের নিজস্ব ক্যামেরায় ধারণ করা হয়েছে।