শিয়ালের কামড়ে আহত ১২

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ

মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্য মহাকালী ও নাহাপাড়া গ্রামে শিয়ালের কামড়ে আহত ১২ জন জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টস্বর) রাত ৯টায় একটি পাগলা শিয়াল আকস্মিক লোকালয়ে প্রবেশ করে যাকে পেয়েছে তাকেই কামড়ায়। গ্রামবাসী শিয়ালটি মারার জন্য ধাওয়া করে পায়নি, আবার জঙ্গলে ফিরে যায় শিয়ালটি। তাই আবার কখন হানা দেয় সেই শঙ্কায় গ্রামবাসী এখন আতঙ্কিত।

আহত বিল্লাল হোসেন বলেন, নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশের জমি থেকে হঠাৎ একটি শিয়াল এসে কামড়ে দেয়। আমাকে কামড় দেয়ার পর শিয়ালটি একটু দূরে গিয়ে এক নারীকে কামড়ায়। আমরা হাসপাতালে এসে দেখি অনেককেই শিয়ালটি আক্রমণ করেছে।

মুন্সিগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রান্ত সরকার জানান, আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়। আহতদের মধ্যে রয়েছন- সাদিয়া আক্তার সাইমা, আরবি আক্তার, নাজমা সুলতানা, আনোয়ার হোসেন, আমিনুল হক, মো. সুমন শেখ, মো. জান শরিফ মৃধা, সিমথী মুনি, রুপকোনা, দীপ মন্ডল ও মো. দেলোয়ার হোসেন।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন