লক্ষ্মীপুরে এসপিএল শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ‘চেয়ারম্যান একাদশ’

টান টান উত্তেজনাময় ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো বোস প্রফেসর ড. আবদুল মতিন চৌধুরী এসপিএল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারী) রাতে সদর উপজেলার নন্দনপুরে স্বাধীন থাই গ্লাস বনাম চেয়ারম্যান একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে এ টুর্নামেন্ট শেষ। ফাইনালে স্বাধীন থাই গ্লাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেয়ারম্যান একাদশ।
প্রতি বছরের ন্যায় এ টুর্নামেন্টের আয়োজন করেন স্বাধীনতা স্পোর্টিং ক্লাব।
এরআগে গত সোমবার (১৯ফেব্রুয়ারী) ১০টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন হয়।
ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ.সি.এ, এফ.সি.এস ও স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষক আখতার মতিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সোফিয়া নাজমা চৌধুরী, স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুল্যাহ আল মামুন চৌধুরী বাবর, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম, সমাজসেবক আবদুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন আরিফ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক একেএম ফরিদ উদ্দিন, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম মোহন।
স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আলমের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা রেদওয়ানুল করিম রঞ্জু, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্বাস উদ্দিন, সদস্য সচিব জাহিদ সানি, সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল, অনিক মাহমুদ পরান, বাহাউদ্দীন খলিল, যুগ্ম সাধারণ ফয়সাল কবির, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান রুবেল সহ অন্যান্য সদস্যবৃন্দ।