বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০১৮ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরীর হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করা হয়।
জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন খরচ জনপ্রতি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।