চাঁদপুরে মসজিদে ঢুকে মুয়াজ্জিনের ওপর হামলা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদে ঢুকে নুরুল ইসলাম লেদু নামে এক মুয়াজ্জিনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) ফজরের আজান দেওয়ার সময় তার ওপর হামলা হয়।

হাজীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুয়াজ্জিনের ছেলে মুনাব্বর হোসেন ইকরাম ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

দেশগাঁও বায়তুল নূর জামে মসজিদের ইমাম শাহ সুলতান ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘স্থানীয় মোস্তাফিজুর রহমান মিঠু কয়েকদিন ধরে তাকে ও মুয়াজ্জিনকে গালাগাল ও হুমকি দিয়ে আসছিল। স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমানের ছোট ছেলের মৃত্যু ও জানাজার খবর মসজিদে মাইকিং করায় তিনি ক্ষিপ্ত হন।’

মুয়াজ্জিনের ছেলে মুনাব্বর হোসেন ইকরাম বলেন, ‘শনিবার রাতে বাবাকে গালাগাল ও হুমকি দেয় মিঠু। তখন তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। ভোরে বাবা আজান দেওয়া অবস্থায় হামলা করে। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বাবাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’

অভিযুক্ত মিঠুর ছোট ভাই শাহ পরান বলেন, বড় ভাই মিঠু এ ঘটনায় জড়িত নন। যারা এমন হামলায় জড়িত তাদের শনাক্ত করে বিচারের দাবি জানান তিনিও। তবে তার ভাই মিঠু সকাল থেকে পলাতক রয়েছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ‘আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন